ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ৩১০ বস্তা ভারতীয় চিনিসহ আটক তিন

  • আপলোড তারিখঃ 28-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 85493 জন
পটিয়ায় ৩১০ বস্তা ভারতীয় চিনিসহ আটক তিন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পটিয়ায় ৩১০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। ভারতীয় এসব চোরাই চিনি সিলেট থেকে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে পটিয়ায় আনা হয়েছে বলে জানা যায়।


গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী মাতৃভান্ডার এলাকায় সড়কের উপর থেকে এসব চিনি খালাসের অপেক্ষায় থাকা অবস্থায় ৩১০ বস্তা চিনিসহ ড্রাম ট্রাকটি জব্দ করে পটিয়া থানা পুলিশ।


আটককৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার করলডেঙা ইউনিয়নের আহাল্লা এলাকার মো. হোসেনের পুত্র মো. রহমত উল্যাহ (৪৭), পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার ফজলুল হকের ছেলে মো. রেজাউল হক (৩২), সিলেট জেলার শাহপরান থানার খাদিমনগর ইউনিয়নের আবুল মিয়ার ছেলে মো. রুবেল আহাম্মদ (৩৮)। পটিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি বিশেষ টিম জানতে পারে, সিলেট থেকে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে বেশ কিছু চোরাই চিনি পটিয়ার খানম মোহনা এলাকার রেজাউল হক বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সুচক্রদন্ডী এলাকায় নিয়ে আসে।


মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকা থেকে ৩১০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ৩১০ বস্তা ভারতীয় তৈরি চিনির ওজন ১৫ হাজার ৫শ কেজি চিনি, যার মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা। আটককৃত ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব চিনির বস্তা ও ট্রাক জব্দ করা হয়। এসব ভারতীয় চোরাই চিনি কর ফাঁকি দিয়ে সিলেট থেকে পটিয়ায় নিয়ে আসা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন