২১ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাটে কাকিনা রুদ্রেশ্বর গ্রামস্থ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী অভিযান চলাকালীন সময়ে, এস আই আল-আমীন এর মাদক বিরোধী চেক পোষ্ট চলাকালীন সময়ে
ভারতীয় নিষিদ্ধ ২২ বোতল ফেনসিডিল ২ আসামি আটক করা হয়।
১। গ্রেফতারকৃত ব্যক্তির নাম, মোঃ আশরাফুল আলম সম্পদ (২৬), পিতা- মৃত: আফজাল হোসেন, মাতা-মোছাঃ আলেমা, সাং- পূর্বসারডুবি, ডাকঘর: মিলনবাজার, ইউনিয়ন- বড়খাতা, ওয়ার্ড নং- ০৯, থানা- হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট।
২। মোঃ বাদল সিকদার (৫১), পিতা- মৃত মাহাবুব আলম সিকদার, মাতা- মৃত: ফিরোজা খাতুন, সাং- সুন্দরকাঠি, ইউনিয়ন- দুধল, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল। বর্তমান ঠিকানা, সাং-পশ্চিম ব্যাংক টাউন, রোড নং-৬, বাসা নং-১৫/১৭, ওয়ার্ড নং-৯, থানা: সাভার মডেল থানা, জেলা: গাজীপুর (ভাড়াটিয়া)।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর গ্রামস্থ সিরাজুল মার্কেট সংলগ্ন জনৈক মোঃ জাহাঙ্গীর আলম এর বসত বাড়ীর উত্তর পাশে কাকিনা টু রংপুর গামী পাঁকা রাস্তার উপর (উত্তর পার্শ্বে)।
২১/১১/২০২৪ ইং, সময়- ১১:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৪(খ)/৪১। ধারা অনুযায়ী মামলা রজু হয়।
উক্ত আসামিগনকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।