ঢাকা | বঙ্গাব্দ

মাদ্রাসা হইতে দুই ছাত্র নিখোঁজ

  • আপলোড তারিখঃ 11-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 277670 জন
মাদ্রাসা হইতে দুই ছাত্র নিখোঁজ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুর জেলার সদর উপজেলার ঘুঘুডাঙ্গা হাফেজিয়া কারিয়ানা মাদ্রাসা হইতে গত ৬এ মে দুই ছাত্র নিখোঁজের ঘটনা ঘটে। যানাযায় মোঃ সৌরভ(১৩) পিতা: মোঃ এস এম সিদ্দিকুর রহমান, মাতা: জোসনা বেগম দক্ষিণ বালুবাড়ী, থানা: কোতোয়ালি জেলা: দিনাজপুর এবং মোঃ ইয়াসিন আলী(১৩) পিতা: মোঃ শাহিনুর রহমান, ঠিকানা: বিভীষণ, গ্রাম: দক্ষিণ গোসাইপুর, ইউনিয়ন উথরাইল, থানা কোতোয়ালি, সদর, দিনাজপুর। উভয়েই ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্কারিয়ানা মাদ্রাসার ছাত্র। তারা উভয়েই ০৬ মে ২০২৪ ৩ তারিখে অত্র মাদ্রাসায় ফজরের নামাজ আদায়ের পর আনুমানিক ৬ ঘটিকায় কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে সকলের অগোচরে চলে যায়।


পরক্ষণে মাদ্রাসা শিক্ষক ও অন্যান্য ছাত্ররা তাদের কে খুঁজে না পেয়ে তাদের অভিভাবকদের মোবাইলে অবহিত করেন।  পরক্ষণে তাদের অভিভাবকরা মাদ্রাসায় আসলে সমস্ত ঘটনা জানার পর মাদ্রাসার শিক্ষকের সহিত আলোচনার পর মাদ্রাসা শিক্ষক তাদের থানা, স্টেশন চত্বর, বাস টার্মিনাল ও হাসপাতালে খোঁজ খবর নেওয়ার জন্য তাদের অভিভাবককে পরামর্শ দেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে তাদের উভয়ের অভিভাবকরা ৮/৫/২০২৪ ইং তারিখে  পৃথক পৃথকভাবে  কোতোয়ালি থানায়  সাধারণ ডায়েরি করেন। কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি  নং যথাক্রমে ৫৪২ ও ৫৪১ দিনাজপুর। নিখোঁজ ছাত্রদের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ঘুঘুডাঙ্গা মাদ্রাসার মোহতামিম হাবিবুর রহমানের সাথে যোগাযোগের (০১৭৬৩৯২৪৩৬,০১৮২২০৫৩৮৭৫) জন্য বিশেষভাবে অনুরোধ করেছে নিখোঁজ ছাত্রদের অবিভাবকগন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন