গড়বো সমাজ গড়বো দেশ মানবতার বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে ভোলায় হতদরিদ্র গরীব- দুঃখী ও শীতার্তদের ২শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভেদুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বায়তুস সুন্নাহ মাদ্রাসার প্রধান কার্যালয়ের সামনে আমিন মিয়া বাড়ির দরজায় এ কম্বল বিতরণ করা হয়।
ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার সভাপতি মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো.পিয়াস মাহমুদ, অর্থ সম্পাদক মো.বেলাল,প্রচার সম্পাদক মো.নুরনবী,কার্যনির্বাহী কমিটির সদস্য শুভ্র,দেলোয়ার,মো.আব্বাস,মো. দেলোয়র,মো.আওলাদ, মো.ফোরকানসহ অন্যান্যরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি উল্লাহ মাস্টার, মোঃ ডা.জাহাঙ্গীর, মোঃ হারুন অর রশিদ, মোঃ কামরুল হাছান মাস্টার, মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মোঃ আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন,পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো.নেওয়াজ শরীফ।
অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো, রফিকুল ইসলাম বলেন, আমরা সমাজের অসহায় পিছিয়ে পরা মানুষদের নিয়ে কাজ করি, জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে তাদের পাশে থাকি। ভবিষ্যতেও আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।