আসন্ন চিরিরবন্দরে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ব্যাপকভাবে প্রচার- প্রচারণা চালাচ্ছেন মোছাঃ লায়লা বানু সেই সাথে আবারো প্রজাপতি মার্কায় ভোট চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন।
আসন্ন চিরিরবন্দরে উপজেলা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে ব্যাপকভাবে প্রচার- প্রচারণা করতেছে চিরির বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রানিং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ লাইলা বানু তাইতো গত বুধবার সারাদিনে বিভিন্ন এলাকায় ও হাটবাজারে ঘুরে সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন । যেন আবার দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে তাদের মহামূল্যবান একটি ভোট যেন প্রজাপতি মার্কায় দেয় এবং সবাই যেন দোয়া করে আবার যেন চিরিরবন্দর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সে জানো আসতে পারে।
চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য পদত্যাগ করেন । পরে ভারপ্রাপ্ত দাইক্ত পালন করার জন্য শপথ নেন ১ ডিসেম্বর প্যানেল চেয়ারম্যান লায়লা বানু এবং সেই দাইক্ত অক্ষরে অক্ষরে পালন করে।
মোছাঃ লায়লা বানু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোছাঃ লায়লা বানু দিনাজপুর জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক-১ ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তাছাও তিনি বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়শেনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
লায়লা বানু বলেন , আর্থ-সামাজিক অবস্থার উন্নতির সঙ্গে নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এতে নারীদের যেমন আগ্রহী হতে হবে তেমনি বর্তমান পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় সবার স্বদিচ্ছাও অত্যন্ত জরুরি।
তাছাড়াও আমরা আরো দেখতে পাই তিনি যখন রাস্তা দিয়ে জায় এবং গাড়ি থেকে কোনো মহিলাকে দেখলে সেখানে গাড়ি দার করে তাদের সাথে কুশন বিনিময় করেন এবং তাদের কস্টের কথা সুনে তাদের সাহায্য করার চেস্টা করে তার কাছে অসংখ্য মানুষ সাহায্য পায় এবং তারা সাহায্য পেয়ে অনেক খুশি হয়ে জায় । সেই সুবাদে আবারো চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়যুক্ত হয়ে সবার সেবা করার জন্য পাশে থাকতে চাই