রবিবার (আট সেপ্টেম্বর ২০২৪) বিকাল তিন ঘটিকার সময় জয়পুর হাট লিগ্যাল এইড অফিস হল রুমে জয়পুরহাট জেলা লিগাল এইড অফিস কর্তৃক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ সামিউল ইসলাম, সিনিয়র সহকারী জজ জয়পুর হাট জেলা লিগ্যাল এইড অফিসার।
জয়পুর হাট জেলা লিগ্যাল এইড অফিসার জনাব মোঃ সামিউল ইসলাম আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন।
তিনি শিক্ষানবিশ আইনজীবীদের উদ্দেশ্য বলেন, আপনারা কিভাবে সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবেন ও বিনা মুল্যে আইনি সহায়তা প্রদানে ভূমিকা রাখতে পারেন তা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন কিভাবে আপনারা অংশগ্রহন করতে পারেন এবং আপনাদের কি কি করনীয় সবকিছু বিষদে বলেন।
কোন কোন শ্রেণী পেশার মানুষ জেলা লিগ্যাল এইড অফিসে সরকারি খরচায় বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারে, কি ধরনের আইনি সহায়তা এখানে প্রদান করা যায়, কিভাবে জেলা লিগ্যাল অফিসের একটি মামলা দায়ের করতে হয়, ক্লাইন্টকে কিভাবে সার্টিফিকেশন করতে হয়, এখান থেকে আপনারা কিভাবে বেনিফিটেট হবেন এবং আপনাদের ক্যারিয়ার কিভাবে ডেভলপ করবেন সে সকল বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ ইত্যাদি বিষয় নিয়ে একটি সুন্দর আলোচনা করেন। যা সত্যিই অনেক সুন্দর, মনোমুগ্ধকর এবং অনুপ্রেরণামূলক তথ্য নির্ভর ।
জনাব মোঃ সামিউল ইসলাম এর আলোচনায় অংশ গ্রহনকারী সকল শিক্ষানবিশ আইনজীবীগন অনুপ্রাণিত হয়েছেন জেলা লিগ্যাল এইড অফিসারের প্রতি শিক্ষানবিশ আইনজীবীগন কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।
শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ে এমন সুন্দর একটি আলোচনা সভার আয়োজন করার জন্য সকল শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষ থেকে জেলা লিগ্যাল এইড অফিসার কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন শিক্ষানবিশ আইনজীবী মাহবুবা সুলতানা এছাড়াও জনাব মোঃ সামিউল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।দেশের প্রতিটি জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যালয়ে এই ধরনের সেমিনারের প্রয়োজনীয়তা রয়েছে বলে অনেক শিক্ষানবিশ আইনজীবী দাবী করেন।