বর্ষার মাস আষাঢ়ের শেষে এসে আবারও শুরু হয়েছে ঝুম বৃষ্টি। আজ ঢাকায় সকালে কাক ডাকা ভোর থেকেই শুরু হয় বৃষ্টি।রাজধানীবাসীর অনেকেরই হয়তো ঘুম ভেঙে গেছে বৃষ্টির শব্দে। বৃষ্টির মধ্যে অনেকের আবার ভালো ঘুম ও হয়েছে দিনমজুরিরা বা বেসরকারি চাকরিজীবীরা এই বৃষ্টির মধ্যে বের হতে হয়েছে। বৃষ্টিতে ভিজে,পানি জমা রাস্তায় নাকাল হয়ে দিনের কাজ সারছেন তাঁরা।
সকাল আনুমানিক ৫:৩০ থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে থেমে থেমে এই বৃষ্টি এখনো চলমান। তেজগাঁও কাওরানবাজার, পুরান ঢাকা মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার,।
তেজকুনি পাড়া, ধানমন্ডি, মিরপুর, বর্ডারবাজার দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে কোথাও হাঁটুপানি কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়। পথচারীদের দুর্ভোগের শেষ নেই।