রাঙ্গুনিয়ার সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। ডিসপ্লে’র মধ্যে ছিল ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট,ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ জাগরণী সংগীতের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা। পরে আয়োজিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারুয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন।
শিক্ষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, শিক্ষানুরাগী মো. সোলাইমান, বিদ্যালয় পরিচালনা সদস্য মুহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার, শামসুল আলম,নুর বানু বেগম, ব্যাংকার আলী আকবর, কর্মকতৃা আবদুল্লাহ আল মামুন, নারী ইউপি সদস্য জয়শ্রী মল্লিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে পারুয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি পুরষ্কার বিতরণ, বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।