ঢাকা | বঙ্গাব্দ

শাহজালাল বিমান বন্দরে কুকুর উদ্ধার করল ৩১ বোতল ভারতীয় মদ

  • আপলোড তারিখঃ 23-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19613 জন
শাহজালাল বিমান বন্দরে কুকুর উদ্ধার করল ৩১ বোতল ভারতীয় মদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে ৩১ বোতল মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) জব্দ করা হয়েছে।


বুধবার সকাল ৯টা ১০ মিনিটে কলকাতা থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইট থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশের ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’ এগুলো উদ্ধার করে।




জানা যায়, কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো-৬ই১১০৭ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ৭ নং লাগেজ বেল্টে দুটি বেনামি লাগেজ পাওয়া গেলে বিমানবন্দর কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড টিমের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’ তাদের  ঘ্রাণশক্তির (ডগ স্নিফিং) সাহায্যে লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে সনাক্ত করে।


এ সময় সবার উপস্থিতে উক্ত ব্যাগেজ দুইটি থেকে ৩১ বোতল (৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) জব্দ করা হয়। ব্যাগ দুটোর মালিক সনাক্ত করা সম্ভব না হলে কাস্টম কর্মকর্তার নির্দেশে উক্ত মালামাল দাবিবিহীন আটক করা হয়।



এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অনিতা রানী সূত্রধর জানান, প্রশিক্ষিত ডগ স্কোয়াড দ্বারা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময়ই অঙ্গীকারবদ্ধ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন