ঢাকা | বঙ্গাব্দ

নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করবে আওয়ামী লীগ

  • আপলোড তারিখঃ 13-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 287772 জন
নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি করবে আওয়ামী লীগ ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate

শুভ নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করবে আওয়ামী লীগ। রোববার (১৪ এপ্রিল) সকাল ৭টায় পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কের সামনে এই র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকাল ৭টায় পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে একটি র‌্যালি অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন