ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের মেয়াদ গত ১৩ নভেম্বর শেষ হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে অনুষদের পরবর্তী ডিন হিসেবে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছেন উপাচার্য ১৪ নভেম্বর থেকে আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন এ অতিরিক্ত দায়িত্ব পালনকালে তিনি সকল সুযোগ সুবিধা পাবেন।
এবিষয়ে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমাকে এই দায়িত্ব প্রদানের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি শিক্ষার গুণগতমান নিশ্চিতে কাজ করে যাবো অনুষদের বিভাগগুলোর শিক্ষকদের সঙ্গে বসে কি কি সমস্যা আছে তা শুনবো।
যেগুলা আমাদের এখতিয়ারে আছে সেগুলো দ্রুতই সমাধান করা হবে যেগুলা আমাদের দ্বারা সম্ভব না, সেসব সমস্যার সমাধানে প্রশাসনিক সহায়তা নেওয়া হবে পাশাপাশি বিভাগগুলোতে বিদ্যমান শিক্ষক সংকট নিরসনে উপাচার্যকে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।