ঢাকা | বঙ্গাব্দ

খন্দকার সিদ্দিক মাস্টারের জানাযায় ও দাফনে মানুষের ঢল

  • আপলোড তারিখঃ 31-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 291429 জন
খন্দকার সিদ্দিক মাস্টারের জানাযায় ও দাফনে মানুষের ঢল ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

রবিবার ( ৩১ মার্চ ) যোহর বাদ নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে একজন আদর্শ মানুষ গড়ার কারিগর, পাশাপাশি সমাজহিতৈষী এক ব্যক্তিকে হারালো, বলে মন্তব্য করেছেন জানাযায় অংশগ্রহণকারীরা।


রোববার যোহর বাদ পোড়াবাড়িয়া মেলা বাজার ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোকার্ত মানুষের ঢলে,উপলক্ষ একজন শিক্ষকের জানাযায় অংশগ্রহণ। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বয়েসী ও শ্রেণিপেশার মানুষ জানাযা ও দাফনে অংশ নেন।


জানাযার আগে আলোচনায় অংশ নেন তার স্বজন,শিক্ষক নেতৃবৃন্দ এবং গুণীজনেরা। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এর আগে,শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পরে গাজীপুর টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদী আলুস্টোর বাজার এলাকায় মোটরসাইকেল চাপায় গুরুতর আহত হন। 

পরে পাকুন্দিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে যাওয়ার পর রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


প্রসঙ্গত,খন্দকার সিদ্দিক মাস্টার একটানা ৪১ বছর শিক্ষকতা পেশায় ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন