ঢাকা | বঙ্গাব্দ

ইবিতে রবীন্দ্রনাথের উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 29-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 267270 জন
ইবিতে রবীন্দ্রনাথের উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ ভবন: বিকল্প ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮মে) বেলা ১১টায় রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের ২০২ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।


ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো: রাশিদুজ্জামান-এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।


সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ভারতের পশ্চিমঙ্গের শান্তিনিকেতনের পাঠ ভবনের অধ্যাপক শ্রী নিলয় রায়।আলোচক হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: সরোয়ার মোর্শেদ। 


এছাড়াও বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন জাহিদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাঈম চেীধুরী (২০১৮-১৯) এবং আয়েশা বিনতে রাশেদ তিথীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো: রাশিদুজ্জামান। সেমিনারে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন