ঢাকা | বঙ্গাব্দ

মসজিদ নির্মানের নামে চলছে টাকার খেলা

  • আপলোড তারিখঃ 16-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 295812 জন
মসজিদ নির্মানের নামে চলছে টাকার খেলা ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরঃ উত্তর জামাইল "জামে মসজিদ" পূর্ণ নির্মাণ কাজ করবে বলে একযোগের অধিক সময় ধরে এলাকাবাসী ও প্রবাসীদের থেকে টাকা নিচ্ছে মসজিদ পূর্ণ নির্মাণ কাজ করবে বলে কিন্তু এখন পর্যন্ত মসজিদের কোনো কাজ হয়নি ।


এলাকাবাসী জানান মসজিদ কমিটির লোকজন টাকা খাওয়ার এক ধান্দা করতেছে মসজিদ কমিটির লোকজন এবং হোসেনপুর পৌর ৯ং  ওয়ার্ডের আওয়ামিলীগের সাধারণ সম্পাদক 'সোহাগ ভূইয়ার' তত্ত্বাবধানে চলছে এক নাটকিও কাহিনি কখনো  জায়গায় কাওলা করবে বলে টাকা নিচ্ছে কখনো মসজিদ পূর্ণ নির্মাণ কাজ করবে বলে টাকা নিচ্ছে  কিন্তু এখন পর্যন্ত হোসেনপুর পৌরঃ উত্তর জামাইল "জামে মসজিদ" এর কোনো কাজ হয়নি। আসলেই কি এসব টাকা খাওয়ার ধান্দা..?

আবার যে জায়গায় মসজিদ নির্মাণ হওয়ার কথা  সেখানে চলছে ইটের ব্যবসা। ক্ষমতার বলে এলাকাবাসী কিছু বলতে পারেনা।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন