ঢাকা | বঙ্গাব্দ

চিরিরবন্দরে জামাত নেতাদের বিভিন্ন স্থানে পুজামন্ডব পরিদর্শন

  • আপলোড তারিখঃ 11-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 138231 জন
চিরিরবন্দরে জামাত নেতাদের বিভিন্ন স্থানে পুজামন্ডব পরিদর্শন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চিরিরবন্দরে জামাত নেতাদের বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন, সনাতন  ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপুজা  উপলক্ষে উপজেলার বিভিন্ন পুজা  মন্ডবে গিয়ে মত বিনিময় করছেন, চিরিরবন্দর  উপজেলা পরিষদের সাবেক ২ বারের সফল চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক আমীর কেন্দ্রীয় শূরা কমিটির  সদস্য জনাব আফতাব উদ্দিন মোল্লা  এবং বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে  শহীদ হওয়া শহীদ সুমন পাটোয়ারীর বাবা মোঃফারুক  শা, সহ উপজেলা  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।


আজ বিকেলে উপজেলার বিভিন্ন পুজা  মন্ডবে গিয়ে তারা আয়োজক কমিটির  সাথে মত বিনিময় করেন এসময়  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক  উপজেলা আমীর জনাব লুৎফর রহমান,  বর্তমান আমীর প্রভাষক রাশেদুল  ইসলাম, জামায়াত নেতা আফসার আলী, রাজিউল ইসলাম সহ ইউনিয়ন পর্যায়ের নেতারা এসময় তারা নির্ভয়ে নিশ্চিন্তে পুজা  উদযাপনের বিষয়ে স্থানীয় প্রশাসন ও  উপজেলা  জামায়াত  সকল  ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি  দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন