সাহিত্য সংগঠন নোঙর আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরাম এর নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (১ জুন ২০২৪) ইয়াসিন আলী প্রশিক্ষণ ভবন, বিএসআরআই, পাবনার ঈশ্বরদীতে।
উক্ত অনুষ্ঠান নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়। লুৎফর রহমান পান্জ্ঞাব এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলুল হক, সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন,সাদ আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন উত্তরণ পাবনার সহ সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল,কবি ও বাচিকশিল্পী মন্জ্ঞুরুল ইসলাম , আলমগীরুল নিউটন, আব্দুল কুদ্দুস এছাড়াও পুঁথি পাঠ করা হয়। রা.বি. পাঠক ফোরামের ৩২ তম নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্য পাঠক ফোরাম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।