ঢাকা | বঙ্গাব্দ

জুম্মার দিনে ওঠো ওঠো মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 31-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5616 জন
জুম্মার দিনে ওঠো ওঠো   মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জুম্মার দিনে ওঠো ওঠো 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ৩১/০১/২০২৫ খ্রিঃ 


জুম্মার দিনে ওঠো ওঠো 

মমিন মুসলমান,

পবিত্রার সাথে বাড়াই

ইজ্জত আর ইমান।

দুনিয়ার কাজ ফেলে চলো 

মসজিদেতে যাই,

কালেমা নামাজ আদায় করে 

কবরের ছামান গোছাই।

এই দুনিয়ার খেল-তামাশায় 

সময় না কাটিয়ে,

চলুন সবাই খোদার পথে 

নেই জীবনকে সাজিয়ে। 

সবার প্রতি সবাই অতি 

সমব্যথী হই,

একে অন্যের বিপদে যেন 

সদা পাসে রই।

অধম কালাম কাব্যিক মনে 

কাব্য রচে চলি,

ইমান দান করো খোদা 

তোমায় বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২