খুলনা জেলার কয়রা উপজেলায় জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুম মিলায়াতনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ইভলভ প্রকল্প-ডরপের সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা ঢালী শফিকুল ইসলামের সভাপতিত্বে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সরদার এবং মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভূতি ভূষণ রায়। নাগরিক সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার।
উক্ত সংলাপে অতিথিগণ সবার জন্য সুষম উন্নয়ন নিশ্চিতকরণ সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগণের চাহিদা পূরণে ইউনিয়ন পর্যায়ে চাহিদা ও খাতভিত্তিক বাজেট বিভাজন।
জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বাজেট প্রণয়ন ও অর্থ বৃদ্ধি এবং ১৩ টি স্থায়ী কমিটিসহ সকল কমিটি সক্রিয়করণের জন্য সুপারিশ করেন।
এবং কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের নাগরিকদের সকল প্রকার সুষম চাহিদা অনুযায়ী বাস্তব ভিত্তিক বাজেট প্রণয়নের ক্ষেত্রে সঠিক কর্ম পন্থা বাস্তবায়ন করতে হবে।