ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় শান্তির হাট এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো পিকআপ

  • আপলোড তারিখঃ 31-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6021 জন
চট্টগ্রামের পটিয়ায় শান্তির হাট এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো পিকআপ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে পটিয়া শান্তির হাট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি পিক-আপ গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে গেলেও তার আগেই গাড়িটি পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  


শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে শান্তির হাট জিরি ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রতেক্ষ্যদর্শীরা জানান, জিরি মাদ্রাসা গেট সংলগ্ন শান্তিরহাট বাজারে গ্যাসসিলিন্ডার ভর্তি একটি মিনি ট্রাক রাখা ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ‍ওই গাড়িতে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তার আগেই গাড়িটি পুড়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ আসাদ জানান, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন