গত বৃহস্পতিবার রাত ৯টার সময় রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে।
সাবেক এই সমাজ কল্যা মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আজ সকালে বিক্ষুব্ধ জনতা তার উপর ডিম নিক্ষেপ করে পুরো পিঠ এবং শরীর ভিজিয়ে ফেলে। এ সময় তিনি খুব দ্রুততার সহিত নিজেকে ডিম থেরাপি থেকে রক্ষা করতে পুলিশের ভ্যানে উঠে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও একাধিক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ আগস্টের পর থেকে মোহাম্মদ নুরুজ্জামান আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের নজরদারির পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।