ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় ধানের ক্ষেতের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবক নিহত

  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 110276 জন
কয়রায় ধানের ক্ষেতের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবক নিহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ( ০৩ নভেম্বর) রবিবার  খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে  ধানের জমিতে ইদুর মারার জন্য পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুজন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 


সুজন পুর্ব মহারাজপুর গ্রামের আরশাদ গাজীর ছেলে। জানা গেছে, স্থানীয় সূত্রে জানা যায়  ভাের বলায় সুজন তার ঘেরে আটনের মাছ ঝাড়তে গেলে ঘরের পাশে নজরুল সানার ছেলে শীলন সানা তার জমিতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে।


ওই ফাঁদে জড়িয়ে তার মত্যু হয়। মৃত সুজনের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকালে আমার ছােট ভাই ঘেরে মাছ ধরা আটন ঝাড়তে যায় কিন্তু তার আসতে দেরি হওয়ায় কারণে খুজতে গিয়ে  দেখতে পাই শীলনের ধান ক্ষেতের পাশে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তিতে কয়রা থানা পুলিশকে খবর দেওয়া হয় এ ব্যাপারে জমির মালিকের সাথে কথা বলার জন্য যােগাযােগ করেও কথা বলা সম্ভব হয়নি। 


কয়রা থানার ওসি (তদন্ত) জনাব শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত সুজনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাের প্রক্রিয়া  চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন