ঢাকা | বঙ্গাব্দ

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ 18-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 159387 জন
নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সের পদায়নের দাবিতে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।



গত-শনিবার, ১৪ সেপ্টেম্বর সকালে হাসপাতাল প্রাঙ্গনে নার্সিং কর্মকর্তাদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


এতে বক্তব্য রাখেন সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, হাসপাতালের নার্সিং কর্মকর্তা কামরুল হাসান, নার্সিং ইনচার্জ রিক্তোন্নেছাসহ অন্যরা।


এ সময় উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ফারজানা আহমেদ, নার্সিং সুপারভাইজার রোজিনা আক্তার, নার্সিং কর্মকর্তা দিপংকর ঘোষ, আল-আমিন, মাজহারুল ইসলাম, জাহিদুল হক, আমিনুল ইসলাম, রাসেল মিয়া, সুমি আক্তার তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মামুন, জাহাঙ্গীর আলম প্রমুখসহ নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীবৃন্দ।


বক্ততারা বলেন, দ্রুত তাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন