ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটের লোহাকুচিতে বৈদ্যুতিক পোল কেড়ে নিল শিশুর প্রাণ

  • আপলোড তারিখঃ 27-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12479 জন
লালমনিরহাটের লোহাকুচিতে বৈদ্যুতিক পোল কেড়ে নিল শিশুর প্রাণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate


লালমনিরহাটের লোহাকুচিতে ব্যাটারি চালিত অটো ভ্যানের হর্ন শুনে আতঙ্কিত হয়ে ৬ বছরের মেয়ে সুমি দৌড়ে পালানোর সময় বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। 

২৭শে জানুয়ারি ২০২৫ রোজ সোমবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৬ নং গোড়ল ইউনিয়ানাধীন। মালগাড়া গ্রামের লোহাকুচি-বামনটারী পাকা সড়কের মাহমুদুল ইসলাম চেয়ারম্যান বাড়ির সামনের পুরাতন সি,এম,ই,এইস স্কুলের সামনে একটু পশ্চিম পাশে  আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারান সুমি( ৬)বছর বয়সী এক মেয়ে সন্তান।

নিহতের বাবার নাম মোহাম্মদ আশরাফ আলী মায়ের নাম মোছাঃ জরিনা বেগম মালগাড়া পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা।তিন সন্তানের জনক তার মেয়েকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছে পরে পাড়া-প্রতিবেশীরা মিলে তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে বাচ্চাটি রাস্তার পাশে খেলাধুলা করতেছিল সে সময় একটি ব্যাটারি চালিত  ভ্যানগাড়ী জমিতে বস্তা ভর্তি গোবর সার দিয়ে পুনরায় রাস্তায় ওঠার সময়  বাচ্চাটিকে সতর্ক করতে  হর্ন বাজায়। সে সময় বাচ্চাটি আতঙ্কিত হয়ে খুব জোরে দৌড় দেয় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে মুখ  এবং কান দিয়ে রক্ত বের হতে থাকে। 


স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাটিকে লোহাকুচি বাজারে  স্থানীয়  ডাক্তারের কাছে নেয়া হলে ডাক্তার তাকে  কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরামর্শ দেয় পথিমধ্যে বাচ্চাটির মৃত্যু হয় এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন