ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 23-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19700 জন
চট্টগ্রামের পটিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বেল্ট দিয়ে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় চট্টগ্রামের পটিয়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে লাশটি পাওয়া যায়।




স্থানীয়রা সকালে বিলের মধ্যে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি দেখতে পেয়ে পটিয়া থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যান। চট্টগ্রাম পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঘটনাস্থলে আসার কথা জানান পটিয়া থানা পুলিশ।


ধারণা করা হচ্ছে অজ্ঞাত এ ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে তার লাশ এ নির্জন জায়গায় ফেলে রেখে যায় খুনিরা।




এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘ধারণা করা হচ্ছে এ ব্যক্তিকে অন্য কোন স্থানে হত্যা করে এখানে লাশ ফেলে দেয়া হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশের উর্ব্ধতন কর্মকর্তা সহ চট্টগ্রাম থেকে পুলিশের সিআইডি সদস্যরা আসবেন। ঘটনা তদন্তে কাজ চলছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন