ঢাকা | বঙ্গাব্দ

বসতঘরে ঘুমন্ত দাদি ও নাতির উপরে উঠলো মালবাহী ট্রাক

  • আপলোড তারিখঃ 14-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 32346 জন
বসতঘরে ঘুমন্ত দাদি ও নাতির উপরে উঠলো মালবাহী  ট্রাক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সোমবার (১৩ জানুয়ারি) ভোরে লালমনিরহাটের  হাতীবান্ধার পারুলিয়ার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নুরী বেগম (৪০) ও নাতি আব্দুল্লাহ (৩)।


দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে নাতি আবদুল্লাহকে উদ্ধার করলেও ফায়ার সার্ভিস কর্মীরা দাদি নুরীকে প্রায় ৪ ঘণ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর রাতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে যায়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালায়। প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযানের পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে দাদি নুরী বেগমকে প্রায় ৪ ঘণ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।


হাতীবান্ধা ফায়ার স্টেশনের ইনচার্জ ইমরান হোসেন বলেন, লালমনিরহাট মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে উল্টে যায়। এ সময়ে এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই শিশুর দাদির মরদেহ উদ্ধার হয়।


হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন