ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহে চাঁদপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী এর নাম প্রকাশিত

  • আপলোড তারিখঃ 07-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 278421 জন
জাতীয় শিক্ষা সপ্তাহে চাঁদপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী এর নাম প্রকাশিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলা‌ পর্যা‌য়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর নামের তা‌লিকা প্রকাশ করা হ‌য়ে‌ছে। ৬ মে সোমবার জেলা শিক্ষা অ‌ফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা ক‌মি‌টির সদস‌্য স‌চিব প্রাণকৃষ্ণ দেবনাথ স্বাক্ষ‌রিত এক‌টি বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়।


জেলায় পর্যা‌য়ে শ্রেষ্ঠ ক‌লে‌জ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চাঁদপুর সরকা‌রি ক‌লেজ,জেলায় শ্রেষ্ঠ স্কুল দুর্গাপুর ইস্কুল এন্ড কলেজ,জেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল  মাদ্রাসা ও জেলায় শ্রেষ্ঠ কা‌রিগ‌রি প্রতিষ্ঠান কচুয়া সরকা‌রি টেক‌নিক‌্যাল স্কুল ও ক‌লেজ।


জেলায় পর্যা‌য়ে ক‌লেজ ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান চাঁদপুর সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, স্কুল ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হাসান আলী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মাদ্রাসা ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শাহরাস্তি ভোলদিঘি কা‌মিল মাদ্রাসার অধ‌্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন ও কারিগ‌রি প্রতিষ্ঠান ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান   সরকা‌রি টেক‌নিক‌্যাল স্কুল ও ক‌লেজ অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।


জেলায় পর্যা‌য়ে ইস্কুল ক্যাটাগরিতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরকার মোহাম্মদ সেলিম, ক‌লেজ ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক চাঁদপুর সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের সহ‌যো‌গি অধ‌্যাপক (ভূগোল)  ড. মোঃমাসুদ হোসেন, মাদ্রাসা ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হাজীগঞ্জ উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার  সি‌নিয়র শিক্ষক আনিছুর রহমান মজুমদার  ও কারিগ‌রি প্রতিষ্ঠান ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক পূনরায় মতলব জে বি সরকা‌রি পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক নাজমুন্নাহার শিউলি।


জেলায় পর্যা‌য়ে ক‌লেজ ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ শিক্ষার্থী চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেনীর ফারাহ আদিবা। স্কুল ক‌্যাটাগ‌রি‌তে শ্রেষ্ঠ শিক্ষার্থী হাইমচর উপজেলার  দুর্গাপুর ইস্কুল এন্ড ক‌লে‌জের নবম  শ্রেণির ছাত্রী রুবাইয়া সিকদার।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন