ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় চাটমোহর সার্কেলে এসপি আরজুমা আকতারের যোগদান

  • আপলোড তারিখঃ 23-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 57812 জন
পাবনায় চাটমোহর সার্কেলে এসপি আরজুমা আকতারের যোগদান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর সার্কেল এসপি হিসেবে চাটমোহর সার্কেলে বাংলাদেশ পুলিশের (প্রথম) নারী এএসপি হিসেবে আরজুমা আকতার চাটমোহর সার্কেলে(পাবনা) যোগদান করেছেন। পাবনার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এই তিন উপজেলা সমন্বয়ে গঠিত চাটমোহর সার্কেল। চাটমোহর সার্কেলের দায়িত্ব পালনকারী (পঞ্চম) পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এ পদে যোগদান করেছেন।


তিনি ৩৭ তম বিসিএস(পুলিশ) এ উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিপূর্বে তিনি পাবনা  পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সৎ, চৌকশ এবং কর্তব্য নিষ্ঠ কর্মকর্তা হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি চাটমোহর সার্কেল (ASP) অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এ তিন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


আরজুমা আকতার রবিবার (১ ডিসেম্বর) সহকারী পুলিশ সুপার(এএসপি) চাটমোহর সার্কেল কার্যালয়ে যোগদান করেছেন। তিনি বিদায়ী ASP মোঃ হাবিবুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে বিদায়ী এএসপি মো. হাবিবুল ইসলাম পরবর্তী কর্মস্থল নৌ-পুলিশে যোগদান করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন