ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতে থ্রি পিস পাচারকালে যুবক আটক

  • আপলোড তারিখঃ 09-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 104655 জন
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতে থ্রি পিস  পাচারকালে যুবক আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ ০৯ নভেম্বর রোজ শনিবার লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আনুমানিক সন্ধ্যা ০৬ঃ৫০ মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে,  চোরাকারবারি একটি দল ভারত-বাংলাদেশ সীমান্তের, আন্তর্জাতিক সীমানা পিলার ৯২০ এর অভ্যান্তরে প্রবেশ করলে বিষয়টি লোহাকুচি বিওপি এর দায়িত্বরত চৌকস টহল দলের নজরে আসে। তখন বিজিবি সদস্যরা আড়ি পেতে থাকে তাদেরকে আটক করার উদ্দেশ্যে।


এক সময় চোরাকারবাড়ির এই দলটিকে বিজিবির সদস্যরা ধাওয়া করলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সকলেই পালিয়ে যেতে সক্ষম হলেও  মোঃ মেহেদী হাসান (২৫) পিতাঃ- মোঃ মনছুর আলী, গ্রামঃ- ভেলাবাড়ী থানাঃ আদিতমারী জেলাঃ লালমনিরহাট 


আন্তর্জাতিক সীমানা পিলার  ৯২০ এর ৭ আর থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিনটি বাংলাদেশি  থ্রি পিস  সহ (যাহার বাজার মূল্য ৩×১০০০=৩০০০ টাকা) বিজিবি সদস্যরা তাকে আটক  করতে সক্ষম হয়।


উক্ত আসামিকে আদিতমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন, ব্রিফিং কালে সাংবাদিকদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম মহোদয়,  জানান সীমান্তের অতন্দ্র প্রহরীরা সর্বদা সতর্কাবস্থায় রয়েছে। মাদক পাচার সহ সকল প্রকার চোরাকারবাড়ি ঠেকাতে, ইতিমধ্যে সীমান্ত এলাকাগুলোতে মাইকিং করে সকল জনসাধারণকে বারবার সতর্ক করা হয়েছে বলে জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন