দেশের ফুটবল মাঠে দর্শক খরা কাটাতে বাংলাদেশ ফুটবল সমর্থন গোষ্ঠী ( আল্ট্রাস) এর জন্ম ২০১৯ সালে, তাদের প্রথম ম্যাচ ছিলো ২০২০ সালের বঙ্গবন্দু স্টেডিয়ামে, প্রতিপক্ষ ছিলো নেপাল।
তারপর থেকেই দেশের মাঠিতে হওয়া প্রতিটি খেলায় আতংকের নাম বাংলাদেশ ফুটবল সমর্থন গোষ্ঠী বা আল্ট্রাস, তাই আসন্ন বিশ্বকাপ বাঁচাই পর্বে ৬ জুন এওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে, বিশ্বকাপে অংশ নেওয়া অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল।
সেই ম্যাচকে সামনে রেখে ৯ মে থেকে শুরু হয়েছে সাপোর্টার রেজিষ্ট্রেশন পর্ব, তবে শুধু মাত্র রেজিষ্ট্রেশন করতে পারবে, নির্ধারিত মেম্বারগন। আস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যধকার ম্যাচ কে নিয়ে পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন করার লক্ষে গত ৩ (মে ২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে জনাব আমিনুল বেপারী শিপলু এর সভাপতিত্বে পরিচালনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এই বিষয় মুঠোফোনে কথা বলেন, সংগঠনটির মিডিয়া সম্পাদক জনাব ইয়াসিন মোল্লা, তিনি বলেন " আমরা জামাল -রাকিব, মোরসালিনদের মতো দলের দ্বাদশ সদস্য হিসাবে, গ্যালারিতে দেশের পক্ষে গর্জন দিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত এবং প্রতিপক্ষকে ভয় দেখিয়ে দেওয়াই আমাদের লক্ষ