ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় চাটমোহরের ইউএনও মুসা নাসের চৌধুরী'র সাথে 'সুজন' চাটমোহর উপজেলা কমিটির

  • আপলোড তারিখঃ 14-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 68978 জন
পাবনায় চাটমোহরের  ইউএনও মুসা নাসের চৌধুরী'র সাথে 'সুজন' চাটমোহর উপজেলা  কমিটির ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের সাথে গত বুধবার   বিকেলে মতবিনিময় করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক চাটমোহর উপজেলা কমিটির নেতৃবৃন্দ। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।


উপজেলায় সুশাসন প্রতিষ্ঠায় চিহ্নিত সমস্যা নিরসন শীর্ষক প্রস্তাবনাপত্র ব্যাখ্যাসহ উপস্থাপন করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক চাটমোহর উপজেলা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক এস, এম, হাবিবুর রহমান এবং সম্পাদক সাংবাদিক কে, এম, বেলাল হোসেন। 


পরে লিখিত প্রস্তাবনাপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা-কে প্রদান করা হয়। প্রস্তাবনাপত্রে বিগত সরকারের আমলে সরকারি প্রকল্পের নামে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ তছরুপকারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর অধিনে আশ্রায়ণ প্রকল্প নির্মাণ, সাব-রেজিস্টারের কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস সমূহ্, দলিল লেখক সমিতি'র অনিয়ম-দুর্নীতি সাধারণ মানুষের হয়রানি বন্ধে ব্যবস্থা গ্রহণ। উপজেলা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা। মানুষকে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন পরিষদে পৃথক প্রশাসক নিয়োগের ব্যবস্থা গ্রহণ। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সংস্কার ও সামাজিক কর্মকাণ্ডে 'সুজন-সুশাসনের জন্য নাগরিক'-এর প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এবং প্রস্তাবসমূহ্ বাস্তবায়ন ও দৃশ্যমান অগ্রগতি বিষয়ে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।


এলাকার অন্যান্য বিভিন্ন সমস্যা ভিত্তিক আলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ মো. জহুরুল হক মাষ্টার, নির্বাহী সদস্য মো. ছাইফুল ইসলাম, মো. আব্দুল লতিফ লাভলু, মো. আনোয়ার হোসেন মোল্লা প্রমূখ। 'সুজন' নেতৃবৃন্দ প্রশাসনের ইতিবাচক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী সুজন-সুশাসনের জন্য নাগরিক চাটমোহর উপজেলা কমিটির নেতৃবৃন্দের কার্যক্রমকে অভিনন্দন জানিয়ে সামাজিক সচেতনতাবৃদ্ধিতে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "আগামীতে আপনারা সমস্যা দেখামাত্র আমার মোবাইল নম্বরে কল দিয়ে জানাবেন, আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনারা প্রয়োজনে আমার সমালোচনা করতে ছাড়বেন না। আপনারা প্রশাসনের সাথে মাঝেমধ্যে মতবিনিময় সভার উদ্যোগ নিবেন। এতে করে আমাদের কাজ করতে সুবিধা হবে। সচেতনতা মূলক কর্মসূচিতে আপনারা চাইলে আমরাও আপনাদের পাশে থাকবো।' এছাড়াও তিনি দুর্নীতিমুক্ত চাটমোহর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন