ঢাকা | বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক ভূমি মন্ত্রী খুলনা-০৫ সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ

  • আপলোড তারিখঃ 07-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140411 জন
ভারতে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন সাবেক ভূমি মন্ত্রী খুলনা-০৫ সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা- ৫ আসনের সাবেক সংসদ সদস্য ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিজিবির হাতে আটক হয়েছেন। 



তিনি ভারতে পালনের সময় ঝিনাইদা মহেশপুর সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে ঝিনাইদাহার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহ মুহাম্মদ শহীদ এ তথ্য নিশ্চিত করছেন। 


তিনি জানান সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পালানোর সময় শ্রীনাথপুর সীমান্তে আটক করা হয়েছে উল্লেখযোগ্য বিষয় এই যে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা - ০৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। 


২০০৮,২০১৪,এবং২০১৮ সালে নির্বাচনে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল ইতিপূর্বে তিনি ২০১৪ সালে ১২ ই জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এবং পরবর্তীতে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন