লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১জন আসামী গ্রেফতার নিয়মিত মামলা রুজু আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ।
ইং ০৬/১২/২০২৪ তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় জনাব মোঃ সেলিম মালিক, অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই/মোঃ নুরুল হক সরকার এর অভিযান টিম কালীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কালীগঞ্জ থানাধীন ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মৌজাস্থ জনৈক মোঃ আখিনুর রহমান (৩৫), পিতা-মোঃ গোউস এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর মোঃ রুবেল মিয়া @ হাফিজুর (২৫), পিতা-মোঃ মহুবর রহমান, মাতা-মোছাঃ মেরিনা বেগম, সাং-মহিষখোচা (০১নং ওয়ার্ড ডাকুরখামার), থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট এর হেফাজত হইতে ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার এ সংক্রান্তে কালীগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০৬/১২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৩(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ নুরুল হক সরকার ও তার সঙ্গীয় টিম।