এই বয়সে এখন আমি
শাহ জামাল উদ্দিন
এখন জীবনের সাথে আঁতাত করে চলা
একটা দিনও পৃথিবীর সাথে প্রান খুলে
যায় না কথা বলা
মনে হয় বুকের ভেতর চর পড়েছে
এই বয়সে ।
পাশের ধান খেতে দেখি কত পাখি আসে
অথবা নদীর পানিতে ভাসে
আর আমার হলদে পাখিটা বালুচরে
চুপচাপ বসে থাকে ।
মনে পড়ে যৌবনের কথা শৈশবের কথা
এ আরেক ব্যথা অন্যরকম ব্যথা
এখন আর পৃথিবীর সাথে হয় না কোন কথা ।
আত্মার সঙ্গীতে প্রভূ তোমাকে কত ভাবে বলেছি
আমার আছে একটি হলদে পাখি
তাকে তুমি দিও কিছু পলিমাটি
আমার বুকের ভেতর এখন শুধু বালি আর বালি ।