প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য সালাতুল ‘ইস্তিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় ভেড়ামারা উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেন এলাকার হাজারো মুসল্লি।
মিরপুরের নওপাড়া মহল্লার ঈদগাহ ময়দানে বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এবং নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লি জানান, চলমান প্রচন্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদের কারনে জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছেনা শ্রমজীবী মানুষ। তাই আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়।