ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা নেপথ্যে পাসপোর্ট অফিস

  • আপলোড তারিখঃ 17-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 273520 জন
কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা নেপথ্যে পাসপোর্ট অফিস ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্টের দালালিকে কেন্দ্র করে গত-১৬/৫/২৪ তারিখ  এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। 



স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল ছাড়া মিলে না পাসপোর্ট আর এ দালালিতে পিছিয়ে নেই সাংবাদিক নামধারী দালালও এলাকাবাসীর দাবী পএিকার আইডি কার্ড লাগিয়ে কয়েকজন সাংবাদিক সেজে এসব কর্মকান্ড করছে দীর্ঘদিন যাবত। 



আর এসব দালালীর আধিপত্যকে কেন্দ্র করেও সাংবাদিক নামধারীদের মাঝে রয়েছে আলাদা আলাদা ক্রপ। এসব কোন্দল আর দালালীর আধিপত্য বিস্তার নিয়ে অফিসের লোকজনও নিয়ন্ত্রণ করতে শুরু করে সাংবাদিক ও স্থানীয় সিন্ডিকেটের নেতাদের। 



কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা গ্রহণকারীদের সেবার বদলে ভোগান্তি নিত্য দিনের ঘটনা। 



আর দালালীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র এসব নাটকের আড়ালে পাসপোর্ট অফিসের ক্যাসিয়ার আশরাফের উসকানিতে আজ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের নিয়ন্ত্রণ নিতে সাংবাদিকদের ২ ভাগে বিভক্ত করে এক পক্ষের দৈনিক মুক্ত খবর পএিকার প্রতিনিধি রঞ্জন মোদক রনীর ওপর হামলা করিয়েছে।



আশরাফ আড়াল থেকে এমন কাহিনি এখন সকলের মুখে মুখে রটছে। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের লোকজন বলে নিয়মিত ১০/১২ জন সাংবাদিক এখানে দালালী করে আর আমাদের অফিস ফাইল না দিলেই সংবাদ প্রকাশ করায় তা-ই আশরাফ নিজেই তাদের প্রতি অসন্তুষ্ট। 



আর তার ফলেই সাংবাদিকের ওপর হামলা করিয়ে অন্য সাংবাদিকের ওপর চালিয়ে দিচ্ছে আশরাফ। 



এ বিষয়ে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের ক্যাশিয়ার আশরাফুল ইসলামের ফোনে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায় । ঘটনার বিষয়ে এস আই মারুফ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি শুনেছি  অভিযোগের ব্যাপারে বলতে পারছি না।



কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি,প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন