ঢাকা | বঙ্গাব্দ

নড়াইল জেলা পুলিশে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান

  • আপলোড তারিখঃ 02-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 263942 জন
নড়াইল জেলা পুলিশে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইল জেলা পুলিশে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত,বক্তব্য রাখছেন এসপি মেহেদী হাসান, নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে এসসিডি (অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট) এর আয়োজনে যৌন নির্যাতনে শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশু বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।


এ প্রশিক্ষণ কর্মশালায় নড়াইল জেলা পুলিশে কর্মরত ২০ জন নারী ও ৫ জন পুরুষ মোট ২৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার, ১ জুন।


 সকাল ১০ টার সময় এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার মহোদয় উদ্বোধনী স্বাগত বক্তব্য সহ সংশ্লিষ্ট বিষয়ে তাৎপর্যপূর্ণ লেকচার উপস্থাপন করেন।


এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)  তারেক আল মেহেদী ভিকটিম রেফার পদ্ধতি এবং জরুরি আইনী সহায়তা লাভের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।পরিশেষে পুলিশ সুপার কর্মশালার আয়োজকবৃৃন্দ, কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রার্থীদের সাথে গ্রুপ ছবি তোলেন।


এ সময়ে এ্যাসোসিয়েশন পর কম্যুনিটি ডেভেলপমেন্ট এর রং প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম এবং প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন