ঢাকা | বঙ্গাব্দ

বিপিএলে কেমন খেললেন বাবর-রিজওয়ান

  • আপলোড তারিখঃ 07-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 300121 জন
বিপিএলে কেমন খেললেন বাবর-রিজওয়ান ছবির ক্যাপশন: বিপিএলে কেমন খেললেন বাবর-রিজওয়ান
LaraTemplate

বিপিএলে কেমন খেললেন বাবর-রিজওয়ান


স্পোর্টস ডেস্ক:


চলমান বিপিএল বাবর আজম খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। আর মোহাম্মদ রিজওয়ান খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দুজনই তাদের দলের অন্যতম সেরা তারকা। তাই এই দুই পাকিস্তানির কাছে দলগুলোর প্রত্যাশাও অনেক। সেই প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছেন তারা?


জাতীয় দলের খেলা থাকায় বাবর-রিজওয়ান বিপিএলে যোগ দেন আসরে নিজেদের এক ম্যাচ পর। বিপিএলে যোগ দিয়েই নিজের প্রথম ম্যাচে রংপুরকে জিতিয়েছিলেন বাবর। বাবরের বিপিএল যাত্রা শেষ হয়েছে গতকালই। তবে আসর ছাড়ার সময় সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি।


বিপিএলে ৬ ম্যাচ খেলে বাবর করেছেন ২৫১ রান। স্ট্রাইকরেট অবশ্য খুব বেশি আহামরি না পাকিস্তানি এই তারকার। টুর্নামেন্টে ১১৪.৬১ স্ট্রাইকরেটে খেলেছেন বাবর।


অন্যদিকে টুর্নামেন্টে নিজের ছায়া হয়েই থেকেছেন রিজওয়ান। কুমিল্লার হয়ে চলতি বিপিএলে আজই শেষ মাচ খেলেছেন তিনি। টুর্নামেন্টে সবমিলিয়ে ৫ ম্যাচ খেলে করেছেন মোটে ৮৫ রান। স্ট্রাইকরেটও যাচ্ছে তাই অবস্থা মোটে ৮২.৫২। যে কারণে বলাই যায় রিজওয়ানের এমন পারফরম্যান্সে ভুগেছে তার দল কুমিল্লা।


মূলত ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএলের এবারের আসর। আর এ কারণে বোর্ডের চুক্তিতে যে সব ক্রিকেটার রয়েছেন তাদের অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আজই বিপিএল ছাড়ার শেষ সময় পাকিস্তানি ক্রিকেটারদের।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন