ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিবাদের দোষর কাউকে উপাচার্য হিসেবে চায়না ইবি শিক্ষার্থীরা

  • আপলোড তারিখঃ 18-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 160110 জন
ফ্যাসিবাদের দোষর কাউকে উপাচার্য হিসেবে চায়না ইবি শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষক শিক্ষার্থীদের বিপদে পাশে ছিলেন তাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান। এসময় তারা আরো বলেন ফ্যাসিবাদের দোষর কাউকে ভিসি হিসাবে চায়না।


বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। 


এসময় তারা  আওয়ামীলীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না, নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না বসন্তের কোকিলেরা সাবধান ঢাবি রাবি ভিসি পেল, ইবি কেন পিছিয়ে গেল' সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে উপস্থিত হয়। 


সমাবেশে তারা বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে কিন্তু আমাতের উপাচার্য এখনো হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে ছাত্র আন্দোলনের সময় যে সকল শিক্ষকরা আমাদের পাশে ছিলেন, আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, সেইসকল শিক্ষকদের আমরা ভিসি হিসেবে চাই।


আমরা বাইরের কাউকে (বসন্তের কোকিল) আমাদের ভিসি মানি না বাইরের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ক্যাম্পাসে উপাচার্য নিয়োগ দিলে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষনা করবো। আমরা আমাদের ক্যাম্পাসের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য চাই।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন