ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জের বাজিতপুরে বাস পুকুরে পড়ে শিশু ও নারীসহ ১৪ জন যাত্রী আহত।

  • আপলোড তারিখঃ 10-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 103189 জন
কিশোরগঞ্জের  বাজিতপুরে   বাস পুকুরে পড়ে শিশু ও নারীসহ  ১৪ জন যাত্রী আহত। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের জেলার বাজিতপুর উপজেলায় একটি বাস পুকুরে পড়ে শিশু ও নারীসহ অন্তত ১৪ জন যাত্রী আহত । আহতদের উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মঞ্জিল (৫০), খাদিজা আক্তার (৩৪), সিরাজ মিয়া (৫৪), এরশাদ মিয়া (৪০), ফারুক মিয়া (৪০), আঙ্গুরা আক্তার (৫০), রবিন মিয়া (২৫), আতিকুল ইসলাম (২৫), আঁখি মনি (৩)। তারা সবাই কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।জানা যায়, জেলার করিমগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী বাসটি বাজিতপুর-নিকলী সড়কের জ্ঞানপুর মোড় এলাকায় একটি ভ্যানকে সাইট দিতে গিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। এ দুর্ঘটনায় অত্যন্ত ১৪ যাত্রী আহত হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। ঘটনাস্থল থেকে তিনি জানান, বাজিতে ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত বাস যাত্রীদের পুকুর থেকে উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্রিক ফিল্ডে কাজ করে বলে জানা গেছে।তিনি বলেন, পুকুর থেকে বাসটি উদ্ধারের জন্য পুলিশের রেকার পুলিশের রেকার ভ্যান কল করা হয়। বাস উদ্ধার হলে ডুবুরিদের মাধ্যমে পুকুরে তল্লাশি করা হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন