ঢাকা | বঙ্গাব্দ

স্বাধীন ৭১ নিউজ এর খুলনা জেলা প্রতিনিধির ৩০ তম জন্মবার্ষিকী

  • আপলোড তারিখঃ 03-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 110077 জন
স্বাধীন ৭১ নিউজ এর খুলনা জেলা প্রতিনিধির ৩০ তম জন্মবার্ষিকী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ (০২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার) স্বাধীন ৭১ নিউজের খুলনা জেলা প্রতিনিধি  জনাব, জি,এম, আবু সাঈদ মিন্টু এর ৩০ তম জন্মবার্ষিকী পালিত হয়। উক্ত জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। জন্মদিনে শুভেচ্ছান্তে তার নিজের কিছু মনের কথা ব্যক্ত করছেন তিনি বলেন,


আজ আমার জন্মদিন, আমার জীবনের এক এক করে ৩০ টি বছর পার করে অনেকটা সময় পাড়ি দিয়ে ফেলেছি। আজকের এই দিনটি,আমার বিশেষ  একটি দিন।


 কারণ  মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপহার স্বরূপ এই সুন্দর পৃথিবীতে  আসার তৌফিক দিয়েছেন  মহান আল্লাহর এই উপহারের জন্য আমি পেয়েছি সর্বশ্রেষ্ঠ ধন-সম্পদ আমার মা ও বাবাকে।


আমি পেয়েছি আমার কাছের কিছু মানুষকে, পেয়েছি হৃদয়ের গভীরে জায়গা দেওয়া কিছু বন্ধুদের।


আমি পেয়েছি অসাধারণ কিছু ব্যক্তিকে যারা আমাকে শিখিয়েছে কিভাবে উন্নতির স্বর্ণ শিখরে আহরণ করতে হবে। 


দিন -দিন বিয়োগ হয়ে যাচ্ছে কত দিন, কত সময়, কত ক্ষন,কত কাল।


এ সময় টা হয়তো কিছুকাল কিংবা কিছুটা সময়, এরপরেই নিস্তব্ধ হয়ে যাবে এই জীবনের গতিপথ।

 

এই ছোট্ট পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের ভীড়ে আমার তেমন কোন গুরুত্ব নেই বললেই চলে আমি জানিনা ;আমি কি পেরেছি সকলের হৃদয়ে নিজেকে স্থান করে নিতে।



আমি কি পেরেছি; মেঘলা দিনে অনুরাগ গুলোর  অভাব পূরণ করতে, এই ছোট্ট জীবনে তেমন কিছু অর্জন করতে পারি নাই তবে এ কথাই বলে যাই যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া করি । 


সর্বোপরি আপনারা আমার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করিবেন যেন, আমার ওপর  সকল অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে সম্মানের সাথে পালন করতে পারি। 


এবং জীবনের সকল বাধা পেরিয়ে আমার মূল লক্ষ্যে পৌঁছাতে পারি।


এবং লড়তে পারি সকল প্রকার  বাতিলের বিরুদ্ধে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন