ঢাকা | বঙ্গাব্দ

ভান্ডারগাঁও পূর্ণানন্দ একাডেমীর ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনাল।

  • আপলোড তারিখঃ 27-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12282 জন
ভান্ডারগাঁও  পূর্ণানন্দ  একাডেমীর ফুটবল টূর্ণামেন্টের  কোয়ার্টার ফাইনাল। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সাহিত্য বিনোদ পন্ডিত পূর্ণানন্দ মহাস্থবির মহোদয়ের স্মৃতি স্মরণে ভান্ডারগাঁও পূর্ণানন্দ একাডেমী কর্তৃক প্রথমবারের মত আয়োজিত অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫। 

১৬ দলের অংশগ্রহণে শুরু হয়েছে ফুটবল টূর্ণামেন্ট ২০২৫। কোয়ার্টার ফাইনালে  ৩ টি  খেলা অনুষ্ঠিত হয়।  ১ম কোয়াটার ফাইনাল ম্যাচে কর্তালা প্রজ্ঞালংকার বংশদীপ ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে মির্জাপুর বৌদ্ধ একতা সংঘ সেমিফাইনালে উত্তীর্ণ হয়।


২য় কোয়াটার ফাইনাল ম্যাচে বড়িয়াখালী ফুটবল একাদশকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে বাথুয়া ফুটবল একাদশ সেমিফাইনাল নিশ্চিত করে।

৩য় কোয়াটার ফাইনাল ম্যাচে চেনামতি ফুটবল একাদশকে ২-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল  নিশ্চিত করে পাঁচরিয়া ফুটবল একাদশ।


এর আগে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,

উদ্বোধক : বাবু এলন বড়ুয়া, সহ সভাপতি ভান্ডারগাঁও নব শক্তি সংঘ 

প্রধান অতিথি: বাবু প্রদ‍্যুৎ চৌধুরী , ৯ নং (ক) বড়লিয়া ইউনিয়ন পরিষদ'র সাবেক ইউপি সদস‍্য,

বিশিষ্ট সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক  ব‍্যক্তিত্ব

সভাপতি - মানস বড়ুয়া, সাধারণ সম্পাদক, ভান্ডারগাঁও নবশক্তি সংঘ

বিশেষ অতিথি : বিজয় চৌধুরী সানি,  সাধারণ সম্পাদক, কর্তালা মিতালী সংস্থা,, 

বাবু শংকর বড়ুয়া, সভাপতি, বাথুয়া প্রগতি সংঘ 

বাবু প্রণন বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক, চেনামতি 

এবং সাথে সাথে আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 

সুবল বড়ুয়া, দীপক বড়ুয়া, নিকাশ বড়ুয়া,সাধন বড়ুয়া, দিলীপ বড়ুয়া

,প্রসেনজিৎ বড়ুয়া, সুব্রত বড়ুয়া দিলু,বোধিসত্ত্ব বড়ুয়া

ও রতন বড়ুয়া। 


 সঞ্চালনায় করেন বাবু বিজয় প্রকাশ বড়ুয়া  ,  উক্ত  টুর্নামেন্টে  যাদের কথাই  দর্শক ধরে রেখেছেন তাদের ছন্দে ছন্দে মুখরিত  ছিল মাঠের সৌন্দর্য,যাদের আওয়াজে  খেলোয়াড় কে উৎসাহিত করে সেই  ভাষ্যকার ছিলেন   সানি বড়ুয়া ও তুহিন বড়ুয়া পিয়ন  প্রমূখ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২