ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ 10-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 103401 জন
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস   উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ (১০  নভেম্বর) রোববার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। সকাল ১১:৩০ টায় কপোতাক্ষ কলেজ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়


উপজেলা বিএনপি নেতা জি এম মাওলা বক্সের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম,যুগ্ম আহ্বায়ক  মোস্তাফিজুর রহমান,যুগ্ম আহ্বায়ক এফ,এম মহররম হোসেন,মোতাসিম বিল্লাল   সদস্য সচিব যুবদল, দক্ষিণ  বেদকাশী  ইউনিয়ন বিএনপির  আহ্বায়ক এ্যাড. মন্জুরুল আলম (নান্নু), শ্রমিকদল নেতা আ: রউফ, এ করিম। ছাত্রদলনেতা মেহেদী হাসান সবুজ,সাব্বির। জাসাস নেতা মাস্টার জাফরিন,ডা.আমিনুর রহমান।মহিলাদল নেত্রী ফাতেমা খাতুন মুক্তা প্রমুখ।


ছাত্রদল,যুবদল,কৃষকদল,শ্রমিকদলসহ অন্যন্যাদলের নেতৃবৃন্দ। সবাই আওয়ামী ফ্যাসিবাদের ১৭ বছরের সকল অপকর্মের  কাহিনী তুলে ধরে বক্তব্য প্রদান করে।তারা আরে বলে ১৭ বছর  ক্ষমতায় থেকে বিএনপিকে দমিয়ে রাখতে চেষ্টা  চালায় এবং বিএনপি দলকে বাংলা থেকে মুছে ফেলার চেষ্টা  করে।আলোচনা শেষে ৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত  কামনা করে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন