ঢাকা | বঙ্গাব্দ

করিমগঞ্জে ঈদগাহ মাঠ দখলের চেষ্টা এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ 12-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 34843 জন
করিমগঞ্জে ঈদগাহ মাঠ দখলের চেষ্টা এলাকাবাসীর সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া গ্রামের প্রায় ২শ বছরের পুরানো ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ স্থানীয় প্রভাবশালী মুক্তিযুদ্ধা আবু আনিস ফকির ও তার স্বজনদের বিরুদ্ধে দখল করে মৎস খামার করার অভিযোগ। আজ  এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে। আতকাপাঁড়া জামে মসজিদ প্রাঙ্গনে আব্দুল আহাদ এর সন্চালনায় সভাপতিত্ব করেন জিল্লুর রহমান। ২ ( জানুয়ারী ২৫ইং) শনিবার সকাল ১০ ঘটিকায়  আতকাপাড়া ঐতিহাসিক ইদগাহ মাঠ কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


সম্মেলনে সভাপতি মোঃ জিল্লুর রহমান  বলেন "এই চাঁদাবাজ, সন্ত্রাসীদের অতিধূর্ত আইনের আওতায় আনা হোক"। বাদল ফকির বলেন " আবু আনিস আমার একটা দাঁত ভেঙে দিছে, আমি চাই এই মাঠের পাশাপাশি, আমার উপর হামলার শাস্তি দাবি করছি। কৃষক বজলুর রহমান বলেন " আমাদের (কৃষক) ফসল উত্তোলনের সময় এই মাঠটি অনেক সহায়তা করে। আমরা চাই এটার সঠিক সুরাহা হোক।


আলম ফকির বলেন " বাংলাদেশ পরিবেশ বিরোধী আইনে উল্লেখ করা আছে যে, যদি কোনো ফসলী জমিতে কোনো ফিশারী দেওয়া হয়, তাহলে সেটা ফসলী জমি, এলাকা এবং পরিবেশের জন্য ক্ষতিকর।


উল্লেখ যে গত ৩০ নভেম্বর ২৪ শনিবার স্থানীয় সময় দুপুর ২:০০ ঘটিকায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে আবু আনিস ফকির ও তার স্বজনরা মিলে ভেকুগাড়ি দিয়ে ঈদগাহ মাঠে খননের কাজ শুরু করে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন