যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মাছের খামারে ধসে পড়ছে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক গত কয়েক দিনের অব্যাহত ভারী বর্ষণে ফরিদগঞ্জ পৌরসভা চরকুমিরা এলাকায় ফরিদগঞ্জ সেতু এলাকায় সড়ক ধসের এই ঘটনা ঘটেছে জরুরী সংস্কার মূলক পদক্ষেপ গ্রহন না করলে সড়কের এক অংশ পুরোপুরি মাছের খামারে বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।
এমনটি ঘটলে খুলনা,যশোরসহ দেশের দক্ষিণ পশ্চিম আঞ্চলীয় জেলাগুলোর সাথে চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে ধারণা করা হচ্ছে ২০২৩ সালের ২৯ই ডিসেম্বর মাছের খামার গিলে খাচ্ছে মহাসড়ক নামে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। মুনাফা লোভী মৎস্য খামারিরা মহাসড়কের সুরক্ষা ব্যবস্থা গ্রহন না করায় সড়কের পাশে থাকা গাছ সুরক্ষা পিলার ফুটপাত মাছের খামারে বিলীন হওয়ার তথ্য সংবাদ প্রকাশ করা হয়।
আঞ্চলিক মহাসড়কের সুনিশ্চিত না করে খামারে যারা প্রক্রিয়া সম্পূর্ণ না করার জন্য দাবির কথা তুলে ধরা হয় তা সত্ত্বেও আঞ্চলিক মহাসড়কের সুরক্ষা সরকার দায়িত্বশীল মহল কিংবা খামার কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নি এই বিষয়ে জানতে সড়ক চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আলিউল হাসানের মুঠোফোনে কল দিলে তার সারা মিলে নি।