গত.১৯ অক্টোবর ২০২৩ প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় তুলে ধরা হয় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার চিত্র. এতে চরম ভোগান্তিতে পড়ে আশেপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে শহরের বড় বাজার থেকে জয়বাংলা বাজার (গাবতলী বাজার) পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক টি দিয়ে কিশোরগঞ্জ শিল্প নগরী বিসিক . জিনারাই উচ্চ বিদ্যালয় পর্যন্ত এই সড়কটি দিয়ে অতি দ্রুতই যাওয়া আসা করা যায় জিনারাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের জানাই এই সড়কটির বেহাল দশার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার ঝুঁকির মধ্যে পড়তে হয় কারণ এখানে আমাদের শিক্ষক যারা আছেন অধিকাংশই শহরের বড় বাজার থেকে অটোতে করে বিদ্যালয়ে আসতে হয় তাছাড়া আপনারা দেখবেন এই সড়কটি দিয়ে অতি সহজেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার মাধ্যম।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে এই সড়কটি দিয়ে ইমারজেন্সি কোন রোগী নেওয়া যায় না এজন্য বাড়ছে মৃত্যুর ঝুঁকি এই নিউজটি প্রকাশ হওয়ার পর লড়ে বসে কিশোরগঞ্জ সড়ক বিভাগ আবারো নতুন করে টেন্ডার করা হয় শিকদার সড়কটির।
গত. ৩/৩/২০২৪ তারিখ পুনরায় শিকদার সড়কটির কাজ শুরু করা হয় দীর গতিতে চলছে এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ এলাকাবাসীর দাবি অতি দ্রুত এই সড়কের কাজ শেষ করা হোক এলাকাবাসীর দাবি কোন অনিয়ম দুর্নীতি যাতে এই সড়কটির উপর কোন ভাবে প্রভাব না পড়ে. দেখা গেছে সড়কটি করার 10 দিন পর বা তার অধিক এক মাস দুমাস পর সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায় বিটুমিন নষ্ট হয়ে যায় এবং সড়কের দুধারে যেসব ফিশারি রয়েছে প্রোডাকশন অল এর ব্যবস্থা না করার কারণে সড়কটি ভেঙ্গে ফিশারীতে চলে যায় আশা করি কর্তৃপক্ষ সেদিকে নজর রাখবে।