কুষ্টিয়ায় র্যাবের অভিযানে চার কেজি গাঁজাসহ ইয়ারুল ইসলাম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালের দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে র্যাব উক্ত মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ইয়ারুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা এলাকার মৃত খেদু মন্ডলের ছেলে।
জানা গেছে, কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক কুষ্টিয়ার শহরের চৌড়হাস এলাকায় একটি মাদক উদ্ধার অভিযানে ০৪ কেজি গাঁজা (যার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা), ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং ০১টি সিম সহ মোঃ ইয়ারুল ইসলামকে গ্রেফতার করে।
এ বিষয়ে কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গ্রেফতারকৃত ইয়ারুলের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।