আজ ৩১শে অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (আর আই বি) লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) লোহাকুচি বি ও পি এর টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় নিয়মিত টহল দলকে সাথে নিয়ে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৯১৮ হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং গোড়ল ইউনিয়নের মালগাড়া নামক স্থান হতে মাদক পরিবহনের সময় ১টি পিক-আপ গাড়ী-রংপুর ন:১১-০৫৬৭ ২২৮ বোতল ফেনসিডিল।
১টি টাচ মোবাইল উদ্ধার করা হয়,৩ জন পলাতক আসামি সহ যাহার সিজার মূল্য- ১৩,০৬,৮০০/ টাকা,সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন উল্লেখ্য লোহাকুচি সীমান্তবর্তী এলাকায় মাদক ও গরু চোরা কারবারিদের আতঙ্কের আরেক নাম লোহাকুচির ক্যাম্প কমান্ডার মোঃ শফিকুল ইসলাম তিনি মাদক ও গরু পাচার বন্ধ করতে দিন রাত নিরলস প্রচেষ্টায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছেন,ইতিমধ্যে অসংখ্য আসামী সহ গরু ও মাদক আটক করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সচেতন মহলের সাথে কথা বলে জানা গেছে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকাটি মাদক পাচার ও গরু চোরাকারবারির অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল কিন্তু এই ক্যাম্প কমান্ডার আসার পর থেকেই দেখা যায় ভিন্নচিত্র।
এমন একজন সৎ ও যোগ্য বিজিবি অফিসার পেয়ে সচেতন মহল অনেকটা আনন্দিত লোহাকুচি সীমান্তে মাদক,গরু পাচার সীমান্ত হত্যা বন্ধে সকলকে সীমান্ত আইনও সান্ধ্য-কালীন আইন মেনে চলা এবং বিজিবি-কে সার্বিক সহযোগিতার জন্যে জনসাধারণের প্রতি তিনি আহবান জানিয়েছেন।