ঢাকা | বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ডানা'র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত ঘটেছে

  • আপলোড তারিখঃ 24-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 121480 জন
ঘূর্ণিঝড় ডানা'র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত ঘটেছে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ বুধবার (২৩ অক্টোবর ঘূর্ণিঝড় ডানা’র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত ঘটেছে সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা থাকার এক পর্যায়ে বেলা ১১সময় বৃষ্টিপাত শুরু হয়। 


বঙ্গোপসাগারে সৃষ্ট ঘূর্ণিঝড়, ডানা’র প্রভাবে উপকূলীয় জেলা খুলনায় উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। 


আজ খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান যে ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে উপকূলীয় এলাকায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বেলা ১২ টার দিকে খুলনা শহরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আরও বাড়তে পারে বর্তমানে ঘূর্ণিঝড় ডানা মোংলা বন্দর  থেকে ৬৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বর্তমান অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড় উড়িষ্যার  উপর দিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে  এই সময়ে উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝড়ো হওয়া বয়ে যাবে। 


আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান স্বাক্ষরিত আবহাওয়ার ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৬.২০ উত্তর অক্ষাংশ এবং ৯০.০০ পূর্ব দ্রাঘিমাংশ) ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে।


এটি আজ সকাল ৬ টা নাগাদ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিমি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬২০ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। 


তবে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।


ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।


যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত ।


এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন