ঢাকা | বঙ্গাব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে বোমা আতঙ্ক তল্লাশিতে মেলেনি কিছুই

  • আপলোড তারিখঃ 23-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18491 জন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে বোমা আতঙ্ক তল্লাশিতে মেলেনি কিছুই ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে তল্লাশি চালানো হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তল্লাশি বন্ধ করা হয়েছে।


বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রটোকল অনুসারে সব লাগেজ তল্লাশি করা হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সবাইকে যার যার লাগেজ ফেরত দেওয়া হয়েছে।


বিমানটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন। এরআগে ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রেখে কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারপোর্ট থেকে জানা যায়, প্লেনের ভেতরের সিট, করিডোর, টয়লেট ও ক্যাফেতে তল্লাশি চালিয়েছে বোমা ডিসপোজাল ইউনিট।


যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল। সেগুলো একে একে তল্লাশি করা হয়েছে।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে।


এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে। ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন