ঢাকা | বঙ্গাব্দ

হাইমচর জনতাবাজার দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ৩নং দক্ষিণ আলগী চেয়ারম্যান আঃ জলিল মাস্টার

  • আপলোড তারিখঃ 29-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9253 জন
হাইমচর জনতাবাজার দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ৩নং দক্ষিণ আলগী চেয়ারম্যান আঃ জলিল মাস্টার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

হাইমচর জনতাবাজার দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ৩নং দক্ষিণ আলগী চেয়ারম্যান আঃ জলিল মাস্টার।

 

মঙ্গলবার রাত ৮টায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার জনতাবাজার ভাই বন্ধু যুব সংঘ কর্তৃক আয়োজিত  চব্বিশের সকল শহিদদের স্মরণে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।


জলিল আখনের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং খেলার শুভ উদ্বোধন করেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাইমচর উপজেলার বিএনপির  সাবেক সদস্য সচিব জননেতা সরদার আঃ জলিল মাস্টার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রুবেল, সর্দার নূরে আলম জিকু,জয়নাল আবেদিন জুয়েল,নজরুল ইসলাম, জাকির হোসেন মিজি,নুরুল হোক,ইসমাঈল আখন,সোহাগ আখন সহ আরো অনেকেই।


প্রধান অতিথির বক্তব্যে আঃ জলিল মাস্টার বলেন খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, তবে পড়াশোনা বিষয় বিবেচনা করে দিনের বেলা আয়োজন হলে আরো বেশি ভালো হতো, সুতরাং পড়াশোনায় যাতে সমস্যা না হয় সেজন্য সন্ধার পরে দ্রুত খেলা শেষ করে দেওয়ার আহ্বান রইলো এবং আম্পায়ারের  সিদ্ধান্ত মেনে সুশৃঙ্খলভাবে খেলাধুলা করবেন আয়োজনকারী ও অংশগ্রহণকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২